নওগাঁ সদর হাসপাতালে ১০ বেডের বিপরীতে ৪৯ জন শিশু ভর্তি
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
Published : Sunday, 23 January, 2022 at 6:54 PM, Count : 128

উত্তরাঞ্চলের উপর বয়ে যাওয়া সৈত্যপ্রবাহে বিকেল থেকে দুপূর পর্যন্ত তীব্র শীত পরেছে। ফলে শীতে জনজীবন স্থবরীতা দেখা দিয়েছে। এদিকে শীতে শীতজণিত কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশু। রবিবার নওগাঁ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ১০টি বেড থাকলেও ভর্তি রয়েছে ৪৯ জন শিশু। ফলে শিশুর অবিভাবকরা শিশুদের হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন।
নওগাঁ সির্ভিল অফিস সূত্রে জানা গেছে, নওগাঁর ১১টি উপজেলার স্বাভাবিক অবস্থার চেয়ে ঠান্ডা জণিত রোগে আক্রান্ত হয়ে ১০ ভাগ বেশি রোগি ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।