Published : Sunday, 23 January, 2022 at 10:06 PM, Count : 901

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের সম্মান স্বরুপ পিবিআই যশোরের এসপি রেশমা শারমিন রাষ্ট্রপতি পদক পেয়েছেন। একই সাথে পুলিশ পরিদর্শক গাজী মাহবুবুর রহমান ও এসআই স্নেহাশীস দাশ আইজিপি পদক পেয়েছেন।
পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন ২০২০ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলকআচরণসহ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ‘‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা’’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
এদিকে পুলিশ পরিদর্শক গাজী মাহবুবুর রহমান ২০২০ সালে প্রশংসনীয় ও ভাল কাজে স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাজ পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি যশোর জেলার মণিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এবং পিবিআই যশোর জেলা ইউনিটে কর্মরত এসআই স্নেহাশীস দাশ ২০২১ সালে প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আইজি ব্যাজ পুরস্কার পেয়েছেন।
পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে পিবিআই যশোর জেলা ইউনিটের ওই তিন কর্মকর্তাকে পুরস্কার দেয়া হয়েছে।