Published : Friday, 28 January, 2022 at 3:37 PM, Count : 282

সুইচ চাপলেই সড়কে থেকে আকাশে উড়াল দেবে গাড়ি! অবাক কাণ্ড! কিন্তু গাড়ি নিয়ে আকাশে ওড়া এও সম্ভব? এটা মনে হচ্ছে কেবলই স্বপ্ন। এবার কিন্তু আসলেই স্বপ্নে নয়, বাস্তবেই রূপ নিতে চলেছে এটি। উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা হয়েছে। একজন যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ আকাশে উড়ে গেল।
‘এয়ার কার’ নামে এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লেইন। গাড়িটি এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ৭০ ঘণ্টা আকাশে উড়ার পাশাপাশি ২০০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে।
স্টেফান ক্লেইন জানান, স্লোভাকিয়ার পরিবহন কর্তৃপক্ষের এ স্বীকৃতি ভবিষ্যতে তাকে বাণিজ্যিকভিত্তিতে উড়ন্ত গাড়ি তৈরিতে সহায়তা করবে।
হাইব্রিড গাড়ি নির্মাতা ক্লাইন ভিশনের ‘এয়ারকার’ নামক গাড়িকে আকাশে ওড়ার অনুমতি দিয়েছে স্লোভাকিয়ার পরিবহণ সংস্থা। পরীক্ষামূলক উড্ডয়নের সব ক’টি ধাপ সফলভাবে শেষ করার পর ওড়ার অনুমতি দেওয়া হয় গাড়িটিকে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, ‘এয়ারকার’ নামের হাইব্রিড বাহনটি রাস্তাও চলতে পারে। তিন মিনিটেরও কম সময়ে এটা গাড়ি থেকে আকাশে ওড়ার বাহনে পরিণত হতে পারে। শুধুমাত্র একটি বোতামে চাপ দিয়ে রূপান্তরের কাজটি শুরু করা যায় বলে জানা গেছে।
আকাশে ওড়ার অনুমতি পেতে এয়ারকারকে পরীক্ষামূলকভাবে প্রায় ৭০ ঘণ্টা উড়তে হয়েছে। এই সময় ২০০ বারের বেশি টেকঅফ ও ল্যান্ডিং করেছে এয়ারকার। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে এ হাইব্রিড গাড়িটি।
আকাশে ওড়ার জন্য এয়ারকারের মাত্র ৩০০ মিটার রানওয়ে প্রয়োজন। যেতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত।
এদিকে সংবাদমাধ্যম সিএনএনকে ক্লাইন ভিশনের এক মুখপাত্র জানান, এয়ারকার চালাতে হলে চালকের লাইসেন্স প্রয়োজন হবে। আগামী ১২ মাসের মধ্যেই বাহনটি বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারে।