Published : Friday, 28 January, 2022 at 6:27 PM, Count : 110

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়নে ভীত, তাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে টাকা খরচ করে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত জোট দেশের উন্নয়নে ভীত হয়ে পড়েছে। তাই টাকা পয়সা খরচ করে লবিস্ট নিয়োগ দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে নেমেছে।
বাংলাদেশকে সহায়তা না দিতে বিভিন্ন দেশে নিজে সই করে চিঠি দিয়ে দেশদ্রোহীতার কাজ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। কিন্তু বাংলাদেশে গতকাল পাস হওয়া আইনে এ প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে। সার্চ কমিটি যুক্ত করা হয়েছে। তাতেও খুশি হয়নি বিএনপি।
সরকারে বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।