Published : Friday, 29 April, 2022 at 7:28 PM, Count : 100

সারাদেশে তীব্র তাপদাহ বিরাজ করছে। এরপর বৃষ্টি হলে গরম কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে বুধবার দুপুর ১২টার দিকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি রয়েছে। তাই গরমের তীব্রতাও বেশি অনুভূদ হচ্ছে।
বঙ্গপোসাগরে জলীয় বাষ্পের পরিমান বেশি, আর দক্ষিণা বাতাসের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশি। এছাড়া রাজধানী জুড়ে অপরিকল্পিত উন্নয়নের কারণে সূর্যের তাপ শোষণ করার ব্যবস্থা নেই। এতে প্রতি বছরই বাড়ছে রাজধানীর তাপমাত্রা। ঘন বসতি হওয়ার কারণেও দিন আর রাতের তাপমাত্রারও পার্থক্য বেড়ে যাচ্ছে। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি এখন রাজধানীতে। এরফলে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। পাশাপাশি গণপরিবহনে চলাচলকারি মানুষেরও দুর্ভোগ চরমে উঠেছে রাজধানীর অসহনীয় যানজটের কারণে।
আবহাওয়াবিদরা জানান, মঙ্গলবার রাজধানীতে যেমন রোদ ও গরমের প্রভাব ছিল, বুধবার তেমনই অনুভূত হবে। আগামী দু’তিন দিন আবহাওয়া এ রকমই থাকবে। তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নিলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।
মঙ্গলবার চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোরেও প্রচন্ড তাপদাহ বইছে। শুক্রবার যশোরে ছিলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত আটটি তাপদাহ বয়ে গেছে। এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায় গোটা দেশ। এই গরমের মধ্যে সবাইকে, বিশেষকে শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখেতে হবে।