Published : Tuesday, 10 May, 2022 at 9:23 PM, Count : 121

অশনি ঝড় নিয়ে পেত্তমে ম্যালা কতা শুনা গিলো। আবহাওয়া অপিসির দিয়া খবর মতে ঘুন্নিঝড়ডা ২০ কিলোমিটার বেগে আইগোয় আইসতেচে। তেবে পোবল ঘুন্নিঝড় কেন্দোর ৬৪ কিলোমিটারের মদ্দি বাতাসের একটানা সবোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝইড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পন্তিক বাইড়ে যাচ্চে। পোবল ঘুন্নিঝড় কেন্দোর কাচেপিটির এলেকায় সাগর খুবই উজোনভাটি আচরন কইত্তেচে। ঘুন্নিঝড়ের পোভাবে চট্টগিরাম, ককবাজার, মুংলা ও পায়রা সমুদ্রবন্দররে ২ নম্বর দূরবত্তী হুশিয়ার সতর্ক সংকেত দেকাতি কইয়েচে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উত্তর বঙ্গোপসাগরে কান্দা বাইয়ে বেড়ানো সব মাছ ধরার নৌকো আর টলারগুলোরে উপকূলির কাচাকাচি আইসে সাবধানে চলাচল কত্তি কওয়া হইয়েছে। তাগের গভীর সাগরে যাতি বারন দিয়া হইয়েচে।
এদিকি ভারি বষষণের সতর্কবাত্তায় কওয়া হইয়েচে ঘুন্নিঝড় অশনির আগার দিকির পোভাবে খুলনা, বরিশাল ও চট্টগিরাম বিভাগের কোনটোয় কোনটোয় মাঝারিত্তে শুরু করে ভারি আর অতি ভারি বিস্টি হতি পারে। তেবে পশশু রাত্তিরিত্তে উপকূল এলেকায় অতি ভারি বিস্টি শুরু হইয়েচে। পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সব্বোচ্চ বিস্টিপাত বৃষ্টিপাত ২০১ মিলিমিটার। শেষমেষ শুনা যাচ্চে উড়িষষে আর অন্দপোদেশ ঘা দিয়ে আমাগের দিকি আসতি আসতি দূব্বল মাইরে যাবে। তাতে ঘুন্নিঝড় আমাগের দেশের সিরাম এট্টা কোন ক্ষেতি হবে না। বিষয়ডা যিরাম সুখির কতা সিরাম দুক্কির কতা হচ্চে যে হারে বিস্টি বাদলা দফায় দফায় হচ্চে ভুইতি যাগের পাকা ধান রইয়েচে তারাই বুজদি পাচ্চে এর জ্বালাডা কি। তিন চারডে মাস গার রক্ত পানি কইরে ভুইতি ধান লাগায়ে যদি একদম পাকা ধান কাটার মুকি পানির তলে চইলে যায় সিডা এ্যাবার সুন্তান হারানোর মতো কষ্টকর।
বহু চাষা ধারদিনা কইরে কিস্তি তুইলে চাষবাষ করে। তাইগের যদি ফসল তুলার মুকি ইরাম বাড়ি খাইয়ে যায় তাতে আর মাজা থিয়া করা অনেকের পক্কে সুম্ভব হয় না। তারপরও যাইগের যট্টুক একনো ভুইতি আচে ভালোয় ভালোয় তাইগের ঘরে উটুক সেই দুয়া করি।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩