Published : Thursday, 12 May, 2022 at 4:19 PM, Count : 143

প্রযুক্তি দুনিয়ায় সব থেকে মূল্যবান ও দামি প্রতিষ্ঠানের খেতাব হারালো অ্যাপল।
বুধবার (১১ মে) নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ার কমেছে ৫ শতাংশ।
দিনের শুরুতে ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত দরপতন ঘটে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটির। ২০২০ সালের পর এই প্রথম শীর্ষ অবস্থান হারিয়েছে অ্যাপল। তাদের জায়গা দখল করে নিয়েছে সৌদি আরবের তেল বাজারজাতকারী প্রতিষ্ঠান আরামকো।
চলতি বছরের শুরু থেকেই অ্যাপলের শেয়ার পতন হতে থাকে। জানুয়ারি মাস থেকে এখন অবধি প্রায় ২০ শতংশ শেয়ার পতন ঘটেছে প্রতিষ্ঠানটির। এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায় শীর্ষে পৌঁছেছে আরামকো।
এভাবে চলতে থাকলে চলতি বছরের মধ্যে দ্বিতীয়স্থানও হারাবে অ্যাপল।