Published : Tuesday, 21 June, 2022 at 9:22 PM, Count : 140

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, অভিবাসন নিরাপদ হতে হবে। প্রবাসীদের পাঠানো টাকা দেশের উন্নয়নের পিলার। বিদেশে কর্মী হিসেবে যাওয়ার আগে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যেতে হবে। প্রায় দেখা যায় বিদেশ গমনেচ্ছুকদের মধ্যে দ্রুত যাওয়ার প্রবণতা কাজ করে। তখন দ্রুত যাওয়ার আগ্রহের কারণে নানা ভোগান্তির শিকার হন। এই অভ্যাস পরিহার করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার নিরাপদ অভিবাসনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সে সুযোগ সুবিধা বিদেশ গমনেচ্ছুকদের নিতে হবে। মঙ্গলবার যশোর কালেক্টরেট সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সুশৃঙ্খল, নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসনের লক্ষ্যে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় নিরাপদ অভিবাসনে করণীয় ও সরকার প্রদত্ত নানা সুবিধা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মিশন ও কল্যাণ অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম। এ সময় তিনি বৈধভাবে বিদেশ যেতে পাসপোর্ট, নিজ জেলায় অনলাইন নিবন্ধন, নির্দিষ্ট গন্তব্যের ভাষা শিক্ষা, পছন্দের ট্রেড অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ,সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গমনসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতা নেয়ার পদ্ধতি ও সরকার প্রদেয় সুবিধার বর্ণনা করেন।
সভায় স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। এ সময় আরও বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যশোরের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূইয়া, ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট যশোরের সভাপতি যোসেফ সুধীন দাশ, সলিডারিটি বাংলাদেশের কর্মকর্তা শামসুন্নাহার পান্না, এডাব যশোরের সমন্বয়কারী শাহজান নান্নু প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।