Published : Wednesday, 22 June, 2022 at 8:59 PM, Count : 80
ডাক্তার ইয়াকুব আলী মোল্লার ২০৬ তম ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোরের রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুলে ফ্রি ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার ইয়াকুব আলী মোল্লা ও ওরাল সার্জন সুপ্রিয়া দাস প্রিয়াংকা। সেবা গ্রহণ করেন অর্ধশত ব্যক্তি। মাসিক ১০ টাকা বেতনে পরিচালিত দাতব্য বিদ্যালয় রাঙা প্রভাত কিন্ডারগার্টেনে শুভ্র ডেন্টাল কেয়ারের সৌজন্যে ‘স্বাস্থ্য সকল সুখের মূল’ শীর্ষক আলোচনা সভা ও ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা। স্কুলটির অধ্যক্ষ শরীফ এ মাসউদ হিমেলের সভাপতিত্বে আলোচনা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্কুল পরিচালনা পরিষদের অভিভাবক সদস্যরা। সভা পরিচালনা করেন রাঙা প্রভাত কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক সৈয়দা তাহেরা জান্নাত।