gramerkagoj
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভারতে করোনা রোগীদের নতুন আতঙ্ক ‘কালো ছত্রাক’
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ০৭:৩৬:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1620567450.jpg
ভারতের জনজীবন করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। প্রতিদিনই সংক্রমণ ও মুত্যুতে রেকর্ড হচেছ। এখন নতুন করে শঙ্কা বাড়ছে কালো ছত্রাকের সংক্রমণ।করোনাভাইরাস মহামারি থেকে সেরে ওঠার সময় অথবা কিছুদিন পর দেখা দিচ্ছে বিরল ও বিপজ্জনক এ স্বাস্থ্য জটিলতা, চিকিৎসাবিজ্ঞানে যার নাম ‘মিউকরমাইকোসিস’।মুম্বাইভিত্তিক চক্ষু বিশেষজ্ঞ অক্ষয় নায়ার ও তার এক রোগীর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মাত্র তিন সপ্তাহ আগে করোনা থেকে সেরে ওঠেন ২৫ বছর বয়সী ওই তরুণী। এর মধ্যেই চোখে অস্ত্রোপচারের জন্য ড. নায়ারের দ্বারস্থ হতে হয় তাকে।ডায়াবেটিসে আক্রান্ত ওই তরুণীর অস্ত্রোপচার হয় গত শনিবার। এতে অংশ নেন এক নাক, কান, গলা বিশেষজ্ঞও।বিবিসি জানায়, নাক দিয়ে টিউব ঢুকিয়ে মিউকরমাইকোসিসে আক্রান্ত টিস্যুগুলো অপসারণ করেছেন চিকিৎসকরা। মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ‘ফাংগাল ইনফেকশন’ বা ছত্রাকের প্রদাহ নাক, চোখ এমনকি কখনো কখনো মস্তিষ্কেও পৌঁছে যায়।ড. নায়ার জানান, তিন ঘণ্টার অস্ত্রোপচারে রোগীর চোখটিই ফেলে দিতে হয়েছে। জীবন বাঁচাতে এর বিকল্প ছিল না। এই কালো ছত্রাকের সংক্রমণ এতটাই ভয়ংকর।

আরও খবর

🔝