gramerkagoj
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা
প্রকাশ : মঙ্গলবার, ২৪ আগস্ট , ২০২১, ০৫:২২:৪৭ পিএম
ক্রীড়া ডেস্ক::
1629804230.jpg
ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর ১২টায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তাদের বহনকারী বিমানটি। ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম চার দিন আগেই এসেছেন ঢাকায়। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৬ জনের দলের বাকিরা পা রাখেন এদিন। বাণিজ্যিক ফ্লাইটে আসায় তাদের জন্য রানওয়ে থেকে বাসের ব্যবস্থা হচ্ছে না। তবে বিমানবন্দরে তাদের অপেক্ষা করতে হয়নি। সরাসরি বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে বাসে ওঠেন কিউইরা। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করেছিল ক্রিকেট বোর্ড। তিনদিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পর ২৭ তারিখ অনুশীলনে নামবে সফরকারীরা। টম ল্যাথামের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। ১৬ সদস্যের নিউ জিল্যান্ড দল:টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগজেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার ও উইল ইয়াং।

আরও খবর

🔝