Published : Monday, 25 January, 2021 at 7:18 PM, Update: 25.01.2021 7:21:34 PM, Count : 2779

সম্প্রতি চিত্র নায়িকা পপির বিয়ের গুঞ্জন থামতে না থামতেই আরেক নতুন খবর। এবার পপিকে বিয়ের প্রস্তাব দিলেন এক বিএনপি নেতা। সিরাজ গঞ্জের ছেলে জিকো পপিকে বিয়ের প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন গণ মাধ্যম বারাবর। সময় নিউজের খবর অনুসারে সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে বিয়ের প্রস্তাবসহ চিঠিটি সময় অফিসে এসে পৌঁছায়। এ খবর এখন টক অবদ্যা কান্ট্রি।
গণমাধ্যমের কাছে চিঠি অনুসারে পপিকে বিয়ের প্রস্তাবের পাশাপাশি বিএনপি থেকে সংসদ সদস্য বানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
পপিকে বিয়ে করতে চেয়ে চিঠি পাঠানো যুবকের নাম মো. মহাসিন সরকার (জিকো)। সে সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার মোহনপুরের অধিবাসী। ১৯৮৪ সালে তার জন্ম।
কম্পিউটারে টাইপ করা চিঠিতে লেখা হয়েছে, ‘পপি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি দল করি, আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব। তুমি এমপি হয়ে সংসদে যাবে। তুমি জীবনে অনেক স্বপ্ন দেখেছ। শিল্পপতির বা ডিসির বউ হবে। তোমার স্বপ্ন পূরণ হয়নি। আল্লাহপাকের নিয়তির বিধান মেনে একটি রাস্তার ছেলেকেই তুমি বিয়ে কর। তুমি ভাবতে পার রাজনীতি করা মানে খারাপ। আমি কোনো খারাপ কাজ করি না, ব্যবসা করি।’
চিঠিতে থাকা ফোন নম্বর দিয়ে জিকোর সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে জিকো বলেন, বছর তিনেক তিনি পপিকে পছন্দ করেন। জিকোর দুটি ট্রাক রয়েছে। বগুড়ায় ইলেকট্রনিক্স পণ্যের দোকান আছে । সে বিএনপির এক সংসদ সদস্যের সাথে থাকেন এবং দলের একটা পর্যায়ে আছে।
এদিকে এ ঘটনার পর পপির প্রতিক্রিয়া কি তা এখনো জানা যায়নি। তবে নায়িকার ভক্ত অনুরাগীদের বক্তব্য শুধুমাত্র মিডিয়া কাভারেজ পাওয়ার জন্যই জিকো এমন কাণ্ড করেছে।