Published : Wednesday, 24 February, 2021 at 8:44 PM, Count : 240
এখন থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন রোগীরা। বুধবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বনিফেসের’ উদ্যোগে এ মেশিন ও কিট হাসপাতালের তত্ত্ববধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়ের হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীন, হাসপাতালের আসাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, বনিফেসের সভাপতি বেলাল হোসেন বনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শ্রাবনী রায়, সদস্য শাহারুল ইসলাম ফারদিন প্রমুখ।