Published : Thursday, 25 February, 2021 at 8:29 PM, Count : 426
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। আহতরা হচ্ছেন,সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের গাজীপাড়ার মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে জসিম উদ্দীন (৩৮) ও তার স্ত্রী ববিতা খাতুন (৩০)।
আহত জসিম উদ্দীন জানান, তার স্ত্রী ববিতা খাতুনের গ্রামে একটি হস্তশিল্পের দোকান রয়েছে। একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রোকনুজ্জামান কাজল প্রায় সময় তার স্ত্রীকে উক্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বখাটে রোকনুজ্জামান কাজল তার স্ত্রীর দোকানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় দোকানের সামনে থেকে কাজলকে চলে যেতে বললে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। সকাল সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীর আলম ও রোকনুজ্জামান কাজল তাদের বাড়িতে হামলা করে। মারামারির এক পর্যায়ে রোকনুজ্জামান কাজল কামড় দিয়ে জসিম উদ্দীনের নাক ছিড়ে দেয়। স্ত্রী ববিতা খাতুন ওই সময় ঠেকাতে এলে হামলাকারীরা তাকে পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।