Published : Saturday, 27 February, 2021 at 8:25 PM, Count : 423
যশোরে এক ঘের ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি ও টাকা না পেয়ে হত্যার হুমকির অভিযোগে আদালতে মামলা হয়েছে। লন্ডন ফেরত ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে এ কাজ করেছে যশোর সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামের বিপুল মল্লিক ও শম্ভুনাথ মল্লিকসহ অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজন। মামলাটি করেছেন একই গ্রামের কাজী মশিউর রহমানের ছেলে কাজী নাইমুর রহমান। বিষয়টি আমলে নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদী মামলায় উল্লেখ করেছেন,পাঁচ বছর তিনি ভারতে ছিলেন ও দু’ বছর লন্ডনে থেকে দেশে এসে মালিডাঙ্গা দেয়াপাড়া গ্রামে পাঁচ একর জমিতে ঘের ও হাঁস মুরগির খামার করেন। ২০২০ সালের মে মাসে আসামি বিপুল মল্লিক ও শম্ভুনাথ মল্লিক নাইমুর রহমানের ব্যবসায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনায় তিনি ওই বছরের ৯ মে ও ১২ জুলাই দু’টি জিডি করেন। এরপর থেকে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেন তারা। ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি বিপুলসহ আরও চার-পাঁচজন মিলে নাইমুর রহমানের ঘেরে যান। সেখানে গিয়ে নাইমুরের মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তাৎক্ষণিক বিপুল ১০ হাজার টাকা নেন এবং নাইমুরকে মারপিট করে ১০ দিনের মধ্যে দু’ লাখ ৯০ হাজার টাকা দিতে বলেন। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেন। বর্তমানে নাইমুরসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।