Published : Wednesday, 3 March, 2021 at 1:55 PM, Update: 03.03.2021 11:25:19 PM, Count : 1320

অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের কবিরাজপাড়ায় বাগানের মেহগনি গাছে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম আলমগীর হাওলাদার (৪৫)। তিনি নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকার মৃত সামছু হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হাওলাদার প্রতিবেশী তৃতীয় লিঙ্গের (হিজড়া) শাহিনের সাথে মিলে চারজনের একটি দলে নাচগান করে জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া তিনি মাঝেমধ্যে রং মিস্ত্রির কাজও করতেন। মৃত্যুর খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ বুধবার সকাল ১০টার দিকে গাছে বাঁধা ওই যুবকের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায়।
ধোপাদি কবিরাজপাড়ার ফারুক হোসেন কবিরাজ জানান, সকালে তাদের বাড়ির পাশের বাগানে মেহগনি গাছের সাথে মরদেহটি বাঁধা অবস্থায় দেখা যায়। গাছে বাঁধা যুবকের মুখমন্ডল তার পরার কাপড় দিয়ে এবং কোমরের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তার গলায় মাফলার ও জামাকাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছে বেঁধে রাখে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, নিহত যুবকের পরিচয় মিলেছে। মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উৎঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। মামলার প্রস্তুতি চলছে।