Published : Wednesday, 21 July, 2021 at 11:09 AM, Count : 380

আজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে সালাহউদ্দীন জাকীর টেলিফিল্ম ‘মনের আড়ালে মন’ প্রচারিত হবে। জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, মৌ, রাজু আলীম, নাজিবা বাশারের সাথে এতে বিশেষ চরিত্রে দেখা যাবে গাজী নূরকে।
অন্য রকম গল্পে নির্মিত হয়েছে পুরো টেলিফিল্ম। নির্মাতার ভাষ্য অনুসারে ‘মোহ আর ভালোবাসা এক নয়। মোহ পরাজিত হয়, প্রেমের জয় হয়। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে প্রেমের বহুমাত্রিক উপস্থাপনা রয়েছে এই গল্পে। কাছের মানুষ, অথচ কেউ কেউ অনেক দূরের। এখানে তথাকথিত ভিলেন বা কালো চরিত্র নেই। আছে ভিন্ন মানসিকতার কিছু উচ্চাভিলাষী চরিত্র। মনের আড়ালে মন, মন টানবে সবার।’