Published : Tuesday, 19 January, 2021 at 8:32 PM, Count : 239

যশোর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদুজামান মিঠুর সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সম্ভাব্য প্রার্থী আসাদুজামান মিঠুর পক্ষে মঙ্গলবার বিকেলে শহরের দড়াটানা, ঘোপ জেল রোড, রেল রোড, এমএসটিপি স্কুলের সামনে ও মাইকপট্টি এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সদর উপজেলার সহসভাপতি আসাদুজ্জামান সুমন, শহর কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজাদা নেওয়াজ ও মোহাম্মদ ইব্রাহীম হোসেন নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য কামরুজ্জামান, এনামুল হক সুমন ও শামসুর রহমান।